
HAMIDPUR GANA HIGH SCHOOL
EIIN-114624
News:
এই বিদ্যালয়টি টাংগাইল জেলার সখিপুর থানার কাকড়াজান ইউনিয়নের প্রাকৃতিক পরিবেশে ঘেরা, একটি মনোরম গ্রাম হামিদপুরে অবস্থিত। হামিদপুর গ্রামের নামানুসারেই বিদ্যালয়টির নামকরণ করা হয় ‘’হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়’’। ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের উত্তর ,পূর্ব ও দক্ষিনাংশ সবুজ গাছপালা দ্বারা ঘেরা এবং পশ্চিমে বংশাই নদী। বিদ্যালয়রে সামনে একটি বিশাল খেলার মাঠ রয়েছে ,যেখানে ছাত্র- ছাত্রীরা নিয়মিত খেলাধুলা করে। বিদ্যালয়টিতে সুদক্ষ শিক্ষক দ্বারা অতিস্নেহের সাথে ছাত্র- ছাত্রীদের পাঠদান করানো হয়। এই বিদ্যালয়টি অত্র এলাকার গর্ব এবং একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।